আসাম সরকার 1935 সালের আসাম মুসলিম বিবাহ ও বিবাহবিচ্ছেদ নিবন্ধন আইন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।
রাজ্য মন্ত্রিসভা, যা শুক্রবার গভীর রাতে বৈঠক করে, মুসলিমদের জন্য নির্দিষ্ট ব্রিটিশ যুগের বিবাহ এবং বিবাহবিচ্ছেদ আইন বাতিল করার জন্য আসাম রিপিলিং অর্ডিন্যান্স, 2024 অনুমোদন করেছে।
পর্যটন মন্ত্রী এবং সরকারের মুখপাত্র, জয়ন্ত মাল্লা বড়ুয়া বৈঠকের পর সাংবাদিকদের বলেন যে রাজ্য UCC র দিকে এগোচ্ছে বলে আইনটি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১৯৩৫ সালের মুসলিম বিবাহ আইন বাতিলের কারণও জানিয়েছেন অসমের পর্যটন মন্ত্রী। তাঁর মতে, পুরনো মুসলিম আইনের মাধ্যমে নির্দিষ্ট বয়সের আগেই তরুণ ও তরুণীদের বিয়ে দেওয়ার প্রবণতা বেড়ে গিয়েছিল। এর ফলে বাড়ছিল বাল্যবিবাহের সংখ্যা। এই প্রথা অবসানেই চালু মুসলিম বিবাহ আইনটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে বাল্যবিবাহ বন্ধ করতে কড়া পদক্ষেপেরও ইঙ্গিত দিয়েছেন অসমের পর্যটনমন্ত্রী।
মুসলিম রেজিস্ট্রারদের আর্থিক সহায়তার সিদ্ধান্ত, আইন অনুযায়ী বিয়ে ও বিবাহবিচ্ছেদ নথিভুক্ত করার জন্য ৯৪ জন রেজিস্ট্রার ছিলেন।তাদের এককালীন দু’লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।