নতুন সংসদ ভবনে আজ সকাল ১১টায় অন্তর্বর্তী বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।লোকসভা ভোটের আগে মোদি সরকারের অন্তর্বর্তী বাজেট পেশ। টানা ষষ্ঠবার বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা।
এই প্রেক্ষাপটে কৃষকদের জন্য কিষাণ সম্মান নিধি প্রকল্পে কি বাড়তি বরাদ্দ হবে? ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকার পিএম কিষাণ সম্মান নিধি ঘোষণা করেছিল, যে প্রকল্পের অধীনে দেশের কৃষকরা প্রতি বছর ৬ হাজার টাকা করে আর্থিক সাহায্য পায়। এবছর তা ৯ হাজার হতে পারে। পাশাপাশি কৃষি ঋণের লক্ষ্যমাত্রা বাড়িয়ে ২২-২৫ লক্ষ কোটি টাকা ঘোষণা করতে পারে মোদি সরকার। এখন অপেক্ষা সময়ের।