কয়লা পাচার মামলায় পিছিয়ে গেল চার্জ গঠনের দিন

পিছিয়ে গেল কয়লা পাচার মামলার চার্জ গঠনের দিন। আজ, মঙ্গলবার আসানসোলের বিশেষ সিবিআই আদালতে কয়লা পাচার মামলার চার্জ গঠনের কথা ছিল। কিন্তু তিনজন অনুপস্থিত থাকার কারণে পিছিয়ে গেল দিন। এই মামলার পরবর্তী চার্জ গঠনের দিন ধার্য করা হয়েছে ৩ জুলাই।

প্রসঙ্গত, প্রায় তিন বছর ধরে চলে আসা কয়লা পাচার মামলার ট্রায়াল শুরু করতে হবে আজ থেকে। এমনটাই নির্দেশ ছিল আসানসোলের বিশেষ আদালতের বিচারকের। সেইমতো আজ তলব করা হয় ৪৩ জন অভিযুক্তকে। কিন্তু অনুপস্থিত ছিলেন মামলার তিন অভিযুক্ত জয়দেব মন্ডল, বিনয় মিশ্র এবং নারায়ণ খাড়গে।

এই তিন অভিযুক্তদের মধ্যে বিনয় মিশ্র নিরুদ্দেশ। প্রাথমিক অনুমান, ‘তিনি দেশ ছেড়ে পালিয়েছেন’। বাকি দুজন শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে অনুপস্থিত আদালতে।

বাকি ৪০ জন অভিযুক্ত আইনজীবী সহ উপস্থিত ছিলেন আদালতে। উপস্থিত ছিলেন অনুপ মাজি ওরফে লালা এবং তার আইনজীবীও। মামলা প্রসঙ্গে লালার আইনজীবীর বক্তব্য, “সিবিআই যে চার্জশিট পেশ করেছে সেই কপি আমাদের দেওয়া হয়েছে। কিন্তু সেটি এতই বহরে বড় যে পুরোটা পড়ে ওঠা সম্ভব হয়নি। আর বাকি তিনজন অনুপস্থিত ছিলেন।” পুরো বিষয় খতিয়ে দেখে মামলার আগামী দিন ধার্য করা হয়েছে ৩ জুলাই।

আরও পড়ুন: https://thelocaljournalist.com/%e0%a6%b/