আমেরিকা থেকে শুরু করে রাষ্ট্রপুঞ্জ, বিশ্বব্যাপী এক নামে পরিচিত জঙ্গি দাউদ। আল কায়েদা, তালিবান এমনি ওসামা বিন লাদেনের সঙ্গেও যোগ ছিল তার, বিশ্ব জুড়ে নিষিদ্ধ মাদক পাচার চক্র জঙ্গি নেটওয়ার্ক ব্যবহার করে রমরমিয়ে চলতো তারই সুপারিশে। এমনকি ১৯৯৩ সালের ১২ মার্চ মুম্বইয়ে যে ধারাবাহিক বোমা বিস্ফোরণ হয়েছিল, তার মাস্টারমাইন্ড ছিলেন দাউদই। সেই দাউদই এ বার করাচির একটি হাসপাতালে ভর্তি গুরুতর অসুস্থ হয়ে।৬৫ বছর বয়সে হঠাৎ অসুস্থ হওয়ার কারণ কি?পাক সংবাদমাধ্যমের থেকে জানা গিয়েছে বিষ প্রয়োগের জেরে গুরুতর অসুস্থ হয়েই হাসপাতালে ভর্তি রয়েছেন ইব্রাহিম তবে এই তথ্য কতখানি সত্যি তা নিশ্চিত ভাবে এখনো বলা হয়নি।গত দুদিন ধরে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন, তাকে কড়া নিরাপত্তার মধ্যে রাখার জন্য যথোপযুক্ত ব্যবস্থা নিয়েছে পাক সরকার।শুধুমাত্র হাসপাতালে তার চিকিৎসায় নিযুক্ত ব্যক্তিরা এবং তার পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের তাঁকে দেখার অনুমতি দেওয়া হয়েছে। তথ্যসূত্র অনুযায়ী, মুম্বই পুলিশও দাউদ কেমন আছেন সেই সম্পর্কে খবর নেওয়ার চেষ্টা করছে । তাঁরা ইতিমধ্যে দাউদের আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করেছে বলেও জানা গিয়েছে।অন্য দিকে, দাউদের অসুস্থতার খবরের মাঝেই পাকিস্তানের একাধিক এলাকায় ইন্টারনেট সার্ভার ডাউন হয়ে পড়েছে। পাকিস্তানে র্টুইটার ফেসবুক এবং ইনস্টাগ্রামের মতো সমাজমাধ্যম কাজ করছে না ঠিক ভাবে। অতিরিক্ত গোপনীয়তার জন্যই সার্ভারের এই সমস্যা তৈরি করা হয়েছেকিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।