সোমবার চতুর্থ দফার লোকসভা নির্বাচনে অশান্তির আগুনে পুড়লো, পূর্ব বর্ধমানের মন্তেশ্বর। অশান্তির খবর পেয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ সেখানে উপস্থিত হলে তার উপর হামলা করেন তৃণমূল কর্মীরা। বিজেপি নেতার গাড়ি ভাঙচুর করা হয়। উন্মত্ত জনতার রোষ থেকে বাদ গেল না সংবাদমাধ্যমও। খবর সংগ্রহ করতে যাওয়ার কারণে বিভিন্ন সংবাদ মাধ্যমের একাধিক গাড়ি ভাঙচুর করা হয়।
সোমবার সকাল থেকেই পূর্ব বর্ধমানের মন্তেশ্বর এর বিভিন্ন বুথে বিজেপি এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ ওঠে। অভিযোগ পেয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ মন্তেশ্বর এ গেলে তুল্যা বাজারের কাছে দিলীপ ঘোষের গাড়ি আটকে “গো ব্যাক” স্লোগান দিতে শুরু করেন এক তৃণমূল কর্মী। গাড়ি থেকে নেমে দিলীপ ঘোষ ওই তৃণমূল কর্মীর দিকে তেড়ে যান এবং বচসায় জড়িয়ে পড়েন। ক্রমশ পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এবং তৃণমূল ও বিজেপি কর্মীরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন।
দুই দলের কর্মী সমর্থকদের হাতাহাতিতে এক তৃণমূল কর্মী আহত হয়ে দিলীপ ঘোষের গাড়ির সামনে শুয়ে পড়েন যাতে তিনি এগোতে না পারেন। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আহত ব্যক্তিকে সরিয়ে দেওয়ার পর দিলীপ ঘোষের গাড়ি সামনে এগোলে তৃণমূল কর্মীরা তার গাড়ি লক্ষ্য করে ইট ছুড়তে শুরু করে। খবর সংগ্রহ করতে গিয়ে সংবাদ মাধ্যমের একাধিক গাড়ি ভাঙচুর করা হয়। আহত হন সংবাদমাধ্যমের একাধিক কর্মী
ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপি নেতা দিলীপ ঘোষ সংবাদ মাধ্যমকে বলেন “সব হিসেব নেব ৪ তারিখের পর”।