শনিবার অর্থাৎ গতকাল মালদ্বীপে ১৪ বছর বয়সী একটি বালকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। কারণ তাকে এয়ারলিফ্টের জন্য ভারতের দেওয়া ডর্নিয়ার বিমান ব্যবহার করার অনুমতি দেওয়া হয়নি মালদ্বীপ সরকারের তরফ থেকে। ফলত, সে বিনা চিকিৎসায় মারা গিয়েছে।
তথ্য অনুযায়ী, ওই বালকের ব্রেন টিউমার ছিল এবং স্ট্রোক হওয়ার পর তার অবস্থা গুরুতর হয়ে ওঠে। এর পরে তার পরিবার তাকে গাফ আলিফ ভিলিংগিলিতে তার বাড়ি থেকে রাজধানী মলে নিয়ে যাওয়ার জন্য একটি এয়ার অ্যাম্বুলেন্সের জন্য অনুরোধ করে মালদ্বীপ প্রশাসকের কাছে। মলদ্বীপের সংবাদমাধ্যম সূত্রে খবর, কর্তৃপক্ষ তাৎক্ষণিক চিকিৎসা ব্যবস্থা করতে ব্যর্থ হয়েছে। মলদ্বীপের সংবাদমাধ্যমকে মৃতের বাবা বলেছেন, “আমরা স্ট্রোকের পরপরই তাকে মালেতে নিয়ে যাওয়ার জন্য আইল্যান্ড এভিয়েশনকে কল করেছিলাম, কিন্তু তারা আমাদের কলের উওর দেয়নি”।