আজ অর্থাৎ শুক্রবার দেশ জুড়ে চললো দ্বিতীয় দফায় ভোট। মূলত দ্বিতীয় দফায় ১২টি রাজ্য এবং ১টি কেন্দ্রশাসিত অঞ্চলের ভোট। এই উত্তপ্ত গরম নিয়েই মিটল বাংলায় তিন কেন্দ্রে নির্বাচন।
দার্জিলিং সহ আরো দুই কেন্দ্র বালুরঘাট এবং রায়গঞ্জে আজ লোকসভা ভোট মিটল। সকাল ৭টার থেকেই শুরু হয় ভোট। কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী বিকেল ৫টা পর্যন্ত বালুরঘাটে ভোট পড়েছে ৭২.৮৭ শতাংশ এবং যথাক্রমে দার্জিলিং এবং রায়গঞ্জে ভোট পড়েছে ৭১.৪১ ও ৭১.৮৭। কমিশনের মতে সব শেষে আরো কিছুটা বাড়তে পারে এই হিসাব।
এইদিন ভোটে মোট জমা পড়েছে ৪৫৬টি অভিযোগ। তারমধ্যে সবচেয়ে বেশি অভিযোগ পড়েছে রায়গঞ্জে। মোটা ২২৫টি অভিযোগ জমা পড়েছে এই কেন্দ্র থেকে এবং দার্জিলিং-এ ৮২টি এবং বালুরঘাটে ১৪৯টি অভিযোগ। যদিও বেশ কিছু জায়গায় অভিযোগ ওঠে ভোটদানে বাধা দেওয়ার নিয়ে তৃণমূলের বিরুদ্ধে আবার কোথাও তৃণমূল অভিযোগ করে যে বিজেপি সেখানকার মহিলা ভোটারদের ভোট দানে বাধা সৃষ্টি করছে । এইরকমেই কিছু বিক্ষিপ্ত ঘটনার কথা জানা যায় এদিন তবে খুব বড় সড় কোনো ঘটনা এদিন আপাতভাবে ঘটেনি এবং মোটের ওপর বলা চলে বৈশাখের তপ্ত গরমে তুলনামূলকভাবে বুথ গুলোর উষ্ণতা খানিক কমই ছিল।