ইজরায়েলের প্রাণের বন্ধু আমেরিকা, যে এই যুদ্ধে একের পর এক সাহায্য করে গেছে ইজরায়েলকে এখন সেই উল্টো সুর টেনে বলছে যুদ্ধ বন্ধ করো! তিন দফা যুদ্ধবিরতির প্রস্তাবও দিয়েছে ইজরায়েলকে। স্বভাবতই এই প্রস্তাব মানতে নারাজ নেতানিয়াহু, সব কিছুকে পিছনে ফেলে কালোও জোড় কদমে চলে রাফায় বোমাবাজি। যদিও এই প্রস্তাবে সন্মতিপূর্ণ সাড়া দিয়েছে হামাস।
আমেরিকা যে তিন দফা প্রস্তাবটি দিয়েছে তা হলো প্রাথমিকভাবে ছয় সপ্তাহের জন্য যুদ্ধ বিরতি ঘোষণা করতে হবে ইজরায়েলকে এবং এই সময় হামাস এবং ইজরায়েল দুজনকেই ফিরিয়ে দিতে হবে সমস্ত যুদ্ধবন্দীদের। এবং এই সময়পর্ব আবার প্যালেস্টাইনকে পুনর্গঠন এবং ইজরায়েলি সেনা ধীরে ধীরে প্রত্যাহার করার কথা বলা হয়েছে এই তিন দফা প্রস্তাবে। এই প্রস্তাবে এখনো পর্যন্ত সম্মতি মিলেছে হামাসের তবে ইজরায়েল এখনো তার অবস্থানে অনড়।
এখনো হাজার হাজার ইজরায়েলি নারীপুরুষ বন্দী হামাসের কাছে। ইজরায়েলের সাধারণ মানুষ তাদের প্রিয়জনদের ফিরে পেতে চায়, তারা জানেনা কেমন আছেন তাদের প্রিয়জনরা। তারা নেতানিয়াহুর বিরুদ্ধে রাস্তায়ও নামে, তবে নেতানিয়াহুর কোনোকিছুতেই কোনো উত্তাপ নেই।
শয়ে শয়ে প্যালেস্টাইনিও বন্দী রয়েছে ইজরায়েলে, তাদের মধ্যে বেশ কিছু বন্দীর অবস্থা খুব একটা আশাপ্রদ নয়, তবে তারপরেও তাদের ঠিক মতন চিকিৎসা হচ্ছেনা বলেই তথ্য সূত্রে খবর, বলা হচ্ছে সারি সারি ক্যাম্পে সারি সারি বিছানা কিন্তু চিকিৎসার তেমন কোনো সুব্যবস্থাই নেই। কোনোরকমের পেন কিলার ছাড়াই চলছে অস্ত্রোপচার। বামপন্থী উদারপন্থীরা চিকিৎসকদের সমালোচনা করেছেন বন্দীদের ঠিকমত চিকিৎসা করার জন্য আবার কট্টরপন্থীরা করছেন সমালোচনা বন্দীদের চিকিৎসা করার জন্য।
আরও পড়ুনঃ https://thelocaljournalist.com/%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b6%e0%a6%a8-