এবার বলিউডে ইডির হানা, দুর্নীতিতে নাম জড়ালো বলিউডের অন্যতম পাওয়ার কাপল শিল্পা শেট্টি এবং রাজ কুন্দ্রার। রাজ-শিল্পার কাছ থেকে প্রায় ৯৭.৭৯ কোটির স্থাবর, অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। আর্থিক তছরুপ প্রতিরোধ আইন বা পিএমএলএ অ্যাক্ট ২০০২-এর অধীনে বৃহস্পতিবার তারকা দম্পতির এই বিপুল পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করেন ইডি আধিকারিকরা।
রাজ-শিল্পার বাজেয়াপ্ত হওয়া সম্পত্তির তালিকায় রয়েছে তাদের জুহুর ফ্ল্যাট, পুনের বাংলো, সহ ইকুইটি শেয়ার, প্রভৃতি।
ইডির পক্ষ থেকে জানানো হয়েছে যে ব্যবসায়ী রাজ কুন্দ্রা ইউক্রেনে বিটকয়েন মাইনিং ফার্ম স্থাপনের জন্য মাস্টারমাইন্ড এবং গেইন বিটকয়েন পঞ্জি কেলেঙ্কারির সঙ্গে যুক্ত অমিত ভরদ্বাজের কাছ থেকে ২৮৫টি বিটকয়েন নিয়েছিলেন। যার মূল্য প্রায় ১৫০ কোটি টাকারও বেশি। কিন্তু চুক্তিটি বাস্তবায়িত না হওয়ায় কোন আইনি কাগজপত্র নেই। ইডির পক্ষ থেকে আরও জানানো হয়েছে বিটকয়েন গুলি অমিত ভরদ্বাজ বিনিয়োগকারীদের ঠকিয়ে সংগ্রহ করেছিলেন।
আরও পড়ুন :- https://thelocaljournalist.com/বাড়ির-সামনে-হামলা-পাত্ত/