মঙ্গলবার সকালে মনোনয়ন পেশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বারাণসী লোকসভা কেন্দ্রে মনোনয়ন পেশ করেন তিনি। মনোনয়ন জমা দেওয়ার আগে সারেন একগুচ্ছ কর্মসূচী।
মঙ্গলবার সকালে বারাণসীর দশাশ্বমেধ ঘাটে গঙ্গাস্নান সেরে গঙ্গাপুজো ও গঙ্গা আরতি করেন প্রধানমন্ত্রী। এরপর কাল ভৈরব মন্দিরে পুজো দিয়ে আশীর্বাদ নেন নরেন্দ্র মোদি। সেখান থেকে তিনি যান কাশির বিশ্বনাথ মন্দির দর্শনে। বিশ্বনাথ মন্দিরে পুজো দেওয়ার পর শোভাযাত্রা সহকারে মনোনয়ন জমা দিতে যান প্রধানমন্ত্রী।
বারাণসী জেলাশাসকের দপ্তরে মনোনয়ন জমা দেওয়ার সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন অমিত শাহ, রাজনাথ সিং সহ কেন্দ্রীয় মন্ত্রীসভার কুড়িজন প্রথম সারির কেন্দ্রীয় মন্ত্রী। এছাড়াও ছিলেন যোগী আদিত্যনাথ সহ ১২টি বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী।
প্রধানমন্ত্রীর মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে সোমবার থেকেই বারাণসী জুড়ে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে সাজো সাজো রব পড়ে যায়। মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী, এছাড়াও ড্রোনে নজরদারি চালানো হয়। মনোনয়ন জমা দেওয়ার পর দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে বৈঠক করেন নরেন্দ্র মোদি।