সম্পন্ন হল কেন্দ্রীয় মন্ত্রীসভার মধ্যে দায়িত্ব বণ্টনের পালা। গত রবিবার মিটেছে শপথ গ্রহণ পর্ব। গতকাল অর্থাৎ সোমবার মন্ত্রীদের মধ্যে দায়িত্ব ভাগ করে দিলেন তৃতীয়বার নির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এঁদের মধ্যে চারজন রয়েছেন নিজেদের আগেকার পদেই। স্বরাষ্ট্রমন্ত্রী পদে বহাল রয়েছেন অমিত শাহ। রাজনাথ সিং প্রতিরক্ষামন্ত্রী, নির্মলা সীতারামণ অর্থমন্ত্রী এবং বিদেশমন্ত্রী পদে বহাল রয়েছেন এস জয়শঙ্কর। পাশাপাশি নীতিন গড়কড়ি রয়েছেন সড়ক ও পরিবহনমন্ত্রী পদে।
শিবরাজ সিং চৌহানকে দেওয়া হয়েছে কৃষি ও গ্রামোন্নয়নের দায়িত্ব। টিডিপির রামমোহন নাইডুকে বিমান পরিবহন মন্ত্রক দেওয়া হয়েছে। তিনি জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার পরিবর্তে এই পদের দায়িত্ব সামলাবেন। নতুন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হয়েছে জেপি নাড্ডাকে।
রবিবার সন্ধ্যায় তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করেন নরেন্দ্র মোদি। পাশাপাশি সেইদিন ৩০ জন ক্যাবিনেট মন্ত্রী, ৫ জন স্বতন্ত্র দায়িত্ব সহ প্রতিমন্ত্রী এবং ৩৬ জন রাজ্যস্তরের প্রতিমন্ত্রীও শপথ নিয়েছেন। এই নতুন মন্ত্রী পরিষদে ৭২ জন শক্তিশালী মন্ত্রী সহ এনডিএ-জোটের শরিক টিডিপি, জেডিইউ, এলজিপি, শিবসেনা এবং অন্যান্যদের অন্তর্ভুক্ত ১১ জন মন্ত্রী রয়েছেন৷
এক ঝলকে দেখে নিন কে কোন পদের দায়িত্ব পেয়েছেনঃ
১। নরেন্দ্র মোদি- কর্মী, জন-অভিযোগ ও পেনশন মন্ত্রণালয়; পারমাণবিক শক্তি বিভাগ; মহাকাশ বিভাগ
২। রাজনাথ সিং- প্রতিরক্ষা মন্ত্রী
৩। অমিত শাহ- স্বরাষ্ট্রমন্ত্রী, সমবায়
৪। নীতিন গড়কড়ি- সড়ক ও পরিবহন
৫। জে পি নাড্ডা- স্বাস্থ্য এবং রাসায়নিক ও সার
৬। শিবরাজ সিং চৌহান- কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী; পল্লী উন্নয়ন মন্ত্রী
৭। নির্মলা সীতারামণ- অর্থমন্ত্রী; কর্পোরেট বিষয়ক মন্ত্রী
৮। এস জয়শঙ্কর- বিদেশমন্ত্রী
৯। মনোহর লাল খট্টর- হাউজিং এবং নগর বিষয়ক, বিদ্যুৎ
১০। এইচ ডি কুমারস্বামী- ভারী শিল্প, ইস্পাত
১১। পীযূষ গোয়েল- বাণিজ্য ও শিল্পমন্ত্রী
১২। ধর্মেন্দ্র প্রধান- শিক্ষামন্ত্রী
১৩। জিতেন রাম মাঝি- অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ মন্ত্রণালয়
১৪। লালন সিং- পঞ্চায়েতি রাজ, মৎস্য, পশুপালন ও দুগ্ধ
১৫। সর্বানন্দ সোনোয়াল- বন্দর, নৌপরিবহন ও নৌ পথ
১৬। বীরেন্দ্র কুমার- সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রী
১৭। রাম মোহন নাইডু- বিমান পরিবহন মন্ত্রণালয়
১৮। প্রহ্লাদ জোশী- ভোক্তা বিষয়ক মন্ত্রী
১৯। জুয়াল ওরাম- উপজাতি বিষয়ক মন্ত্রী
২০। গিরিরাজ সিং- বস্ত্রমন্ত্রী
২১। অশ্বিনী বৈষ্ণব- রেলমন্ত্রী, তথ্য ও সম্প্রচার মন্ত্রী
২২। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া- উত্তর-পূর্বাঞ্চল ও টেলিকম উন্নয়ন মন্ত্রী
২৩। ভূপেন্দ্র যাদব- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী
২৪। গজেন্দ্র সিং শেখাওয়াত- সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী
২৫। অন্নপূর্ণা দেবী- মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী
২৬। কিরেণ রিজিজু- সংসদীয় বিষয়ক, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী
২৭। হরদীপ সিং পুরী- পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী
২৮। মনসুখ মাণ্ডব্য- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী; যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
২৯। জি কিষাণ রেড্ডি- কয়লা, খনি মন্ত্রী
৩০। চিরাগ পাসওয়ান- খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রী
৩১। সি আর পাতিল- জলশক্তি মন্ত্রী
প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত)
১। রাও ইন্দ্রজিৎ সিং- পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রণালয়; পরিকল্পনা মন্ত্রণালয়; সংস্কৃতি মন্ত্রণালয়
২। ডাঃ জিতেন্দ্র সিং- বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়; আর্থ সায়েন্স মন্ত্রনালয়, কর্মী মন্ত্রনালয়, জনঅভিযোগ এবং পেনশন
৩। অর্জুন রাম মেঘওয়াল- আইন ও বিচার মন্ত্রণালয়; সংসদ বিষয়ক মন্ত্রণালয়
৪। যাদব প্রতাপ রাও- আয়ুষ মন্ত্রণালয়; স্বাস্থ্য ও পরিবার কল্যাণ
৫। জয়ন্ত চৌধুরী- দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রণালয়; শিক্ষা মন্ত্রণালয়
প্রতিমন্ত্রী (রাজ্যস্তর)
১। জিতিন প্রসাদ- বাণিজ্য ও শিল্প; ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি
২। শ্রীপদ ইয়েসো- নায়েক বিদ্যুৎ মন্ত্রণালয়
৩। পঙ্কজ চৌধুরী- অর্থ মন্ত্রণালয়
৪। কৃষাণ পাল- সমবায় মন্ত্রণালয়
৫। রামদাস আটওয়ালে- সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক
৬। রামনাথ ঠাকুর- কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়
৭। নিত্যানন্দ রাই- স্বরাষ্ট্র মন্ত্রণালয়
৮। অনুপ্রিয়া প্যাটেল- রাসায়নিক এবং সার
৯। ভি সোমান্না- জলশক্তি মন্ত্রক, রেল মন্ত্রক
১০। চন্দ্র শেখর পেমমাসানি- গ্রামীণ উন্নয়ন মন্ত্রক, যোগাযোগ মন্ত্রক
১১। এসপি সিং বাঘেল- মৎস্য, পশুপালন ও দুগ্ধজাত মন্ত্রনালয়; পঞ্চায়েতি রাজ মন্ত্রক
১২। শোভা করন্দলাজে- অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ মন্ত্রণালয়
১৩। কীর্তি বর্ধন সিং- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক; পররাষ্ট্র মন্ত্রণালয়
১৪। বি এল বর্মা- ভোক্তা বিষয়ক মন্ত্রণালয়, খাদ্য ও পাবলিক ডিস্ট্রিবিউশন; সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয়
১৫। শান্তনু ঠাকুর- বন্দর, নৌপরিবহন ও জলপথ মন্ত্রক
১৬। সুরেশ গোপী- পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয়; পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
১৭। এল মুরুগান- তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়; সংসদ বিষয়ক মন্ত্রণালয়
১৮। অজয় তমতা- সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী
১৯। বান্দি সঞ্জয় কুমার- স্বরাষ্ট্র মন্ত্রণালয়
২০। কমলেশ পাসোয়ান- গ্রামীণ উন্নয়ন মন্ত্রক
২১। ভগীরথ চৌধুরী- কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়
২২। সতীশ চন্দ্র দুবে- কয়লা ও খনি মন্ত্রণালয়
২৩। সঞ্জয় শেঠ- প্রতিরক্ষা মন্ত্রণালয়
২৪। রবনীত সিং বিট্টু- খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রণালয়; রেলপথ – মন্ত্রণালয়
২৫। দুর্গা দাস উইকে- উপজাতি বিষয়ক মন্ত্রণালয়
২৬। রক্ষা নিখিল খাদসে- যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক
২৭। সুকান্ত মজুমদার- শিক্ষা মন্ত্রনালয়, উত্তর পূর্ব অঞ্চলের উন্নয়ন মন্ত্রনালয়
২৮। সাবিত্রী ঠাকুর- মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক
২৯। তোখান সাহু- আবাসন ও নগর বিষয়ক মন্ত্রণালয়।
৩০। রাজ ভূষণ চৌধুরী- জলশক্তি মন্ত্রক
৩১। ভূপতি রাজু শ্রীনিবাস বর্মা- ভারী শিল্প মন্ত্রণালয়, ইস্পাত মন্ত্রণালয়
৩২। হর্ষ মালহোত্রা- সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী
৩৩। নিমুবেন জয়ন্তীভাই বামহানিয়া- ভোক্তা বিষয়ক মন্ত্রণালয়, খাদ্য ও জনসাধারণের বিতরণ
৩৪। মুরলীধর মহল- সমবায় মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন মন্ত্রনালয়
৩৫। জর্জ কুরিয়ান- সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক, মৎস্য, পশুপালন এবং দুগ্ধজাত মন্ত্রক
৩৬। পবিত্র মার্গারিতা- পররাষ্ট্র ও বস্ত্র মন্ত্রণালয়
আরও পড়ুনঃ https://thelocaljournalist.com/%e0%a6%ae%e0%a7%81%e0%a6%95%e0%a7%81%e0%a6%b2-