মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠালেন ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী কার্তিক মহারাজ। শনিবার হুগলির গোঘাটের জনসভায় বেলডাঙা ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্তিক মহারাজের বিরুদ্ধে ধর্মের নামের রাজনীতি করার এবং ভোটের দিন বুথে তৃণমূল এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার মুখ্যমন্ত্রীকে আইনি নোটিশ পাঠান কার্তিক মহারাজ।
“কার্তিক মহারাজ বলেন “আমার নামে যা বলেছেন তা সর্বৈব মিথ্যা আমি কার্তিক মহারাজ। আমার কি ক্ষমতা আছে বর্তমান পশ্চিমবঙ্গের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল কংগ্রেস তাদের এজেন্টকে বের করে দেব এটা আমি বলতে পারি বললে আমার মাথা থাকবে ধড়ে? তিনি আরও বলেন “একজন মুখ্যমন্ত্রী আমার সুনাম করলেন নাকি দুর্নাম করলেন সন্ন্যাসী হিসেবে তাতে আমার কিছু যায় আসে না”।
তবে আইনি নোটিশ পাওয়ার পরও নিজের বক্তব্যে স্থির রয়েছেন মুখ্যমন্ত্রী তিনি জানান তার কাছে কার্তিক মহারাজের বিরুদ্ধে প্রমাণ আছে। এর আগে শনিবার হুগলির গোঘাটে বেলডাঙা ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্তিক মহারাজের বিরুদ্ধে ধর্মের নামে রাজনীতি করার এবং ভোটের দিন বুথে তৃণমূল এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ করেন মমতা। তিনি বলেন “মুর্শিদাবাদের রেজিনগরে ভোটের দিন বুথে তৃণমূল এজেন্টদের বসতে দেননি কার্তিক মহারাজ। এছাড়াও ইসকন, ভারত সেবাশ্রম সংঘ এবং রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের একাংশের বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী।