কলকাতার রাস্তায় বিক্ষোভ মণিপুরে ঘটে চলা হিংস্রতা এবং কুকি মহিলার যৌন হেনস্থার বিরুদ্ধে ।
মেইতি গোষ্ঠীকে তফসিলি উপজাতির মর্যাদা দিতে রাজ্য সরকারকে সুপারিশ করেছিল মপিপুর হাইকোর্ট, এবং সেই রায়ের বিরোধিতা করেই বিক্ষোভে ফেটে পড়েছিল কুকি গোষ্ঠীর লোকেরা। গতবছর ২৭ শে মার্চের এই বিতর্কিত রায়ের পরই রাতারাতি জ্বলে উঠেছিল মনিপুর। তবে এই খবরও ধামা চাপা দেওয়ার বহু চেষ্টা করা হয় ইন্টারনেট কাটঅফ করে দেওয়ার মাধ্যমে। উত্তর পূর্ব ভারতের এই ছোট্ট গ্রামেই রাতারাতি আইপিসি ১৪৪ ধারা জারি করাহয় এবং যার ফলে মণিপুরে ঘটে চলা হিংস্রতা সম্পর্কে খুব কম তথ্যই পেয়েছেন দেশের মানুষ , কিন্তু জুলাই মাসে এক কুকি মহিলাকে নগ্ন করে রাস্তায় হাঁটানো এবং তাকে যৌন হেনস্থা করার ভিডিও ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে পড়লেই ক্ষোভে ফেটে পড়ে ভারতের বিভিন্ন রাজ্যের সাধারণ মানুষ। রাস্তায় নামেন তারা মণিপুরের হয়ে ন্যায় চেতে। এই ঘটনাকে কেন্দ্র করে চলতে থাকা রাজনৈতিক কাদা ছোড়াছড়ি নিয়েও রাস্তায় নামেন সাধারণ মানুষ । কিন্তু তারপরই আবারও ধীরে ধীরে মণিপুরের খবর সামনে আসা বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট কাটঅফ এবং ১৪৪ধরা জারি করে।
সম্প্রতি সেই বিতর্কিত নির্দেশের একটি রায়কেই বাদ দিয়ে দেয় হাইকোর্ট।বিতর্কিত রায় নিয়ে চলা হিংস্রতায় সরকারি হিসেবে প্রায় ২০০ লোকের মৃত্যু হয় এবং বহু মানুষ ঘরছাড়া হন।