রেশন দুর্নীতি মামলায় টলি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব ইডির

রেশন দুর্নীতি মামলায় বর্তমানে জেলে রয়েছেন বহু রাজনৈতিক ব্যক্তিত্ব। প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, এছাড়াও গোয়েন্দারা গ্রেফতার করেছিলেন চালকল মালিক বাকিবুর রহমানকে। সেই মামলার নিষ্পত্তি এখনও পর্যন্ত হয়নি। তদন্ত চলছে। আর তার মধ্যেই ঋতুপর্ণা সেনগুপ্তকে ডেকে পাঠাল ইডি। ২০১৯-এ রোজভ্যালি মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাঁকে। তদন্তকারী সংস্থার দাবি রোজভ্যালির একাধিক অনুষ্ঠানে হাজির ছিলেন অভিনেত্রী।

সেই সময় তাঁর কিছু বিদেশ ভ্রমণের অর্থের উৎস নিয়ে প্রশ্ন উঠেছিল। পাঁচ বছর পরে ফের অন্য মামলায় তলব করা হয়েছে তাঁকে। সূত্রের খবর, আর্থিক লেনদেন সংক্রান্ত কিছু নথি যাচাই করতেই তাঁকে তলব করা হয়েছে। আগামী ৫ই জুন অভিনেত্রীকে ডেকে পাঠানো হয়েছে সিজিও কমপ্লেক্সে। রেশন দুর্নীতির টাকা অভিনেত্রীর সংস্থায় গিয়েছে। সেই কারণে ইডির তলব। তবে অভিনেত্রীর ঘনিষ্ঠ মহল সূত্রে জানা যাচ্ছে, এখনও এরকম কোনও নোটিশ পাননি তিনি।

এই মুহূর্তে ভারতে বাইরে মায়ামিতে রয়েছেন অভিনেত্রী। সেখান থেকেই তিনি বলেন, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। গোটা ঘটনায় তাঁর শুধু সম্মানহানি হল বলেই ক্ষোভ অভিনেত্রীর।

এখন প্রশ্ন উঠছে, ঋতুপর্ণা রাজনীতির ‘সাতে-পাঁচে’ নেই। ডান-বাম কিংবা গেরুয়া, কোনও দলের সঙ্গেই তাঁর সরাসরি যোগ নেই। নিজের অভিনয় কেরিয়ার এবং সংসার নিয়েই ব্যস্ত থাকেন অভিনেত্রী তাহলে তাঁর নাম রেশন দুর্নীতি মামলায় কিভাবে তাঁর নাম জড়াল? অভিনেত্রী কি ৫ই জুন হাজির হবেন? তাঁর সাফ কথা আইনজীবীদের সঙ্গে পরামর্শ করেই তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

আরও পড়ুনঃ https://thelocaljournalist.com/%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b2%e0%a7%80%e0%a6%b2%e0%a6%a4