পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলে মহিলা বন্ধিদের অন্তঃসত্ত্বা হয়ে পড়ার কথা রিপোর্ট আকারে তলব করেছিল কলকাতা হাইকোর্টে আদালতবান্ধব হিসেবে নিযুক্ত আইনজীবী তাপস ভঞ্জ। সেই রোপোর্টের নিরিখেই দেশের সব সংশোধনাগারে থাকা মহিলা বন্ধিদের নিয়ে মামলা হয়েছিল সুপ্রিমকোর্টে, তখনই তাপস ভঞ্জকে আদালতবান্ধব হিসেবে নিযুক্ত করা হয়।
শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি আসানুদ্দিন আমানুল্লাহ ডিভিশন বেঞ্চে মূল মামলাটির শুনানি হয় । রিপোর্টে বলা হয় দেশের প্রতিটা সংশোধনাগারের মহিলা বন্ধিদের অবস্থা খতিয়ে দেখা এবং এই নিয়ে আগামীতে একটি কমিটিও গঠন হতে পারে বলেই রিপোর্টে বলা হয়।
কলকাতা হাইকোর্টে আদলতবান্ধবের দেওয়া রিপোর্টে বলা হয়েছিল সম্প্রতি আলিপুর জেলের এক মহিলা বন্ধি অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন। সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতেই সংশোধনাগারে মহিলা বন্ধিদের অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। আদালতবান্ধবের আর্জি ছিল মহিলা সংশোধনাগারে যেকোনো পুরুষের প্রবেশাধিকার বন্ধ করা হোক।
এই রিপোর্টের পরেই শীর্ষ আদালত দেশের সমস্ত সংশোধণাগারের মহিলাবন্ধিদের অবস্থা খতিয়ে দেখার জন্য রিপোর্টে পাঠায়। পশ্চিমবঙ্গের মহিলা বন্ধিদের পর্যাপ্ত পরিমাণে স্যানিটারি ন্যাপকিন অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে কিনা তাও খতিয়ে দেখার নির্দেশ দেন আদালত। তবে এই পুরো বিষয়টি নিয়ে মহিলা বন্ধিদের এক বড় অংশ ক্ষোভ প্রকাশ করে , তারা অন্তঃসত্ত্বা হয়ে যাওয়ার বিষয়টি মানতে চায়নি।