বেশ কিছুদিন থেকেই ক্রমশ নামতে শুরু করেছে পারদ। আরও জাঁকিয়ে শীত ৫ থেকে ৬ দিন স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আজ প্রায় ৩-৪ ডিগ্রি পারদ পতনের হতে পারে।দক্ষিণবঙ্গে পৌষ সংক্রান্তির আগেই কমবে তাপমাত্রা,আবহাওয়া দপ্তরের তরফ থেকে সেকথা জানানো হয়েছিল আগেই এবং সেই মতোই জেলায় জেলায় জাঁকিয়ে পড়ল শীত। গতকাল থেকেই বেড়েছে উত্তরে হাওয়ার গতিপথে, ফলে আজ থেকেই সারাদিন শিরশিরানি শীতল হাওয়া বইবে গোটা দক্ষিণবঙ্গে। আজ বঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা –