গত ১লা ফেব্রুয়ারি রাতে নিখোঁজ হয়েছিলেন গড়িয়ার মহামায়াতলার বাসিন্দা ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র অপ্রতিম দাস। ঠিক ৪ চারদিন পর গতকাল তাঁর দেহ স্থানীয় একটি পুকুর থেকে পাওয়া গেছে।ঘটনায় পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ। দেহ উদ্ধার করতে এলে দেহ আটকে বিক্ষোভ দেখান স্থানীয়রা।পরিবারের অভিযোগ, ১লা ফেব্রুয়ারি নরেন্দ্রপুর থানার ফরতাবাড়ের চড়কতলা এলাকার একটি বিয়ে বাড়িতে নিমন্ত্রণে গিয়েছিলেন অপ্রতিম। তারপর থেকেই ওই পড়ুয়ার আর কোনও খোঁজ পাওয়া যায়নি।পরিবারের তরফে নরেন্দ্রপুর থানায় নিখোঁজের অভিযোগ করা হয়েছিল।কিন্তু, পুলিশ অপ্রতিমকে খোঁজার কোনও চেষ্টাই করেনি বলে অভিযোগ পরিবারের। পরিবারের সদস্যরা নিজেদের মতো করে এলাকায় খোঁজখবর চালান। কিন্তু, ওই ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার কোনও হদিশ তাঁরা পাননি।
রবিবার সকালে অর্থাৎ গতকাল ঢালিপাড়ার একটি পুকুরে অপ্রতিমের দেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারাই খবর দেয় নরেন্দ্রপুর থানায়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে। স্থানীয়রা বিক্ষোভ দেখায়। সেই সঙ্গে দেহ নিয়ে যেতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। পরে পরিস্থিতির সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় মানুষজনদের অভিযোগ চারদিন আগে অপ্রতিম নিখোঁজ হয়েছে কিন্তু পুলিশ তাঁকে খুঁজতে তেমন চেষ্টা করেনি। এলাকায় ভালো ছেলে হিসেবে পরিচিত ছিল অপ্রতিম। স্থানীয়দের আরো দাবি পরিকল্পনা করে খুন করা হয়েছে ।এদিন ছাত্রদের দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ ইতিমধ্যে একটি অস্বাভাবিক মৃত্যু মামলা অজু করে তদন্ত শুরু করেছে ।তবে পুলিশ সূত্রে জানা গেছে,ঘটনাটি খুন না দুর্ঘটনা তাও জানতে তদন্ত চালাচ্ছে।ময়নার তদন্ত রিপোর্ট না এলে এবিষয় পুলিশের পক্ষ থেকে সংবাদ মাধ্যমে কোন কিছু জানাতে চাইনি।