গত বছরে সংশোধনাগারে প্রায় ১৯৬ টি শিশু জন্মগ্রহণ করেছেন। বিভিন্ন রাজ্যের সংশোধনাগার গুলিতে অন্তঃসত্ত্বা হয়ে পড়ছেন মহিলারা। এই সকল শিশুরাও তাদের মায়েদের সাথে জেলেই বড় হয়ে উঠছে।
পশ্চিমবঙ্গের সংশোধনাগারের মহিলা বন্ধিদের অবস্থা নিয়েও জনস্বার্থ মামলায় এমনই রিপোর্ট দিয়েছেন “আদালত বান্ধব” হিসেবে নিযুক্ত আইনজীবী তাপস ভঞ্জ। এদিন বিচারপতি টি এস শিবগণমন বিষয়টি সম্পর্কে পদক্ষেপ নেওয়া শুরু করেছেন । এই বিষয়টি ফৌজদাড়ি মামলার সাথে যুক্ত বলে ফৌজদারি আদালতে পাঠান তিনি ।
সংশোধণাগারের ভিতরে মহিলাদের অন্তঃসত্ত্বা হয়ে পড়ার বিষয়টা খুবই গুরুত্ব সহকারে দেখছেন হাইকোর্ট।
আদালতে মহিলা বন্ধিদের পরিস্হিতি নিয়ে একটি জনস্বার্থ মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে। মামলাটি করেছিলেন প্রাক্তন বিচারপতি সি লাহটি । সেই মামলার পরই তাপস ভঞ্জ কে আদলতবান্ধব হিসেবে নিযুক্ত করেছিল হাইকোর্ট।
এই রিপোর্ট সামনে আসার পরই উঠেছে একাধিক প্রশ্নে। মহিলা সংশোধনাগারে কোনো পুরুষ কর্মী নেই। তারপরেও কিভাবে অন্তঃসত্ত্বা হয়ে পড়ছে একাধিক মহিলা? আঙ্গুল উঠছে কারাকর্মীদের দিকে এবং বহিরাগত পুরুষদের আগমন বন্ধ করা হয়েছে।