কিছু দিন আগেই পদ্মভূষণ সম্মানে ভূষিত মিঠুন চক্রবর্তী আজ হঠাৎ অসুস্থ হয়ে ভর্তি হয়েছেন অ্যাপোলো হাসপাতালে। মূলত সকালে হঠাৎ অসুস্থ বোধ করায় তাকে আনা হয়েছে হাসপাতালে। মিঠুন চক্রবর্তীকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন তৃণমূলের অভিনেতা বিধায়ক সোহম চক্রবর্তী। এমআরআই করা হয়েছে মিঠুন চক্রবর্তীর, সকাল ৯ টা নাগাদ তাকে নিয়ে আসা হয় হাসপাতালে।
হাসপাতাল সূত্রে খবর, মিঠুনের শারীরিক যে সমস্যাগুলি দেখা দিয়েছে, তা মিলে যাচ্ছে স্ট্রোকের উপসর্গের সঙ্গে। তবে স্ট্রোক হয়েছে কি না, অথবা তাঁকে কোন বিভাগে ভর্তি করা হবে, কোন চিকিৎসকরা তাঁকে দেখবেন, সবটাই সিদ্ধান্ত নেওয়া যাবে এমআরআই রিপোর্ট দেখে। এখনও পর্যন্ত এতটাই জানা গিয়েছে