ফের এক বিজ্ঞাপনের কারণেই খবরের শিরোনামে রণবীর সিং। এই বিজ্ঞাপনে তিনি একা নন, তাঁর সঙ্গে রয়েছেন জনপ্রিয় পর্নতারকা জনি সিন্স। মূলত একটি যৌন স্বাস্থ্যসেবা ব্র্যান্ডের জন্য নির্মিত হয়েছে বিজ্ঞাপনটি। ইতোমধ্যেই সোশ্যাব মিডিয়ায় তুমুল শোরগোল ফেলেছে এই বিজ্ঞাপন। বিজ্ঞাপনটি তৈরি করা হয়েছে ভারতীয় ধারাবাহিকের আদলে। বিজ্ঞাপনটিতে, সিন্স এমন এক ব্যক্তির চরিত্রে অভিনয় করেছেন যার স্ত্রী তাকে ছেড়ে যেতে চায় কারণ তিনি যৌনতায় ভাল পারফর্ম করতে ব্যর্থ। এমন ভারতীয় সিরিয়ালের হাস্যরস ও ড্রামায় ভরপুর বিজ্ঞাপনটি প্রকাশের পরপরই ব্যাপক সাড়া ফেলেছে নেট দুনিয়ায়। বিজ্ঞাপনটির নির্মাতারা ইতোমধ্যেই প্রচারের কারণে ব্যাপক প্রশংসা পেয়েছে। ভয় এবং বিব্রতকর কারণে নীরবে দীর্ঘকাল ধরে যৌন স্বাস্থ্য সংক্রান্ত উদ্বেগের শিকার পুরুষদের জন্য বিশেষভাবে এই প্রচারাভিযান। এই নতুন ব্র্যান্ডের সহ-প্রতিষ্ঠাতা রণবীর সিং নিজেই। তিনি বলেন, ‘সচেতনতা বাড়াতে এবং একটি ইতিবাচক প্রভাব ফেলতে আমার তারকাখ্যাতি ব্যবহার করার আন্তরিক অভিপ্রায় নিয়ে আমি এখানে এসেছি।