মাত্র ৫৯ বছর বয়সেই প্রয়াত অভিনেতা ঋতুরাজ সিংহ। তাঁর অভিনয় মন জয় করেছে সকলের বারবার।হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল অভিনেতার, ছিল অগ্ন্যাশয়জনিত একাধিক সমস্যাও। ১৯৯০-এর আশেপাশে ভারতীয় টেলিভিশন দুনিয়ায় নিজের ছাপ রাখতে শুরু করেন অভিনেতা। জি টিভির রিয়্যালিটি গেম শো ‘তোল মোল কে বোল’-এর হাত ধরে পারিবারিক নাম হয়ে ওঠেন তিনি।তাঁর আকর্ষণীয় ব্যক্তিত্ব ও স্নেহপূর্ণ আচরণ তাঁকে দেশসুদ্ধ সকল দর্শকের কাছের করে তোলে। অচিরেই বিনোদন দুনিয়ার অচ্ছেদ্য অঙ্গ হয়ে ওঠেন তিনি।নিজের প্রতিভার আলোয় রাজত্ব করেছেন ছোটপর্দায়, অজস্র ধারাবাহিকে তাঁর কাজই প্রমাণ। এছাড়া কাজ করেছেন একাধিক সিনেমা, ওটিটি শোয়েও।