যদিও বিজয়ী শিরোপা তুলে নিতে পারেনি ইস্টবেঙ্গল, তবুও তিন গোলে পিছিয়ে থাকা অবস্থায় যে রকম লড়াই করেছেন দলের ফুটবলাররা, তা প্রশংসানীয়, এমনটাই বললেন কার্লেস কুয়াদ্রাত।
রবিবার রাতে ম্যাচের পর সাংবাদিকদের লাল-হলুদ কোচ বলেন, ‘দ্বিতীয়ার্ধে আমার দলের ছেলেরা যেভাবে ম্যাচে ফিরে আসে, সে জন্য আমি গর্বিত। ওরা দেখিয়ে দিল যে, ওদের কাছে আরও বড় লক্ষ্য আসলে কী। ওরা পাগলের মতো লড়াই করেছে। আমার মনে হয়, দ্বিতীয় গোলটা করে দিতে পারলে ওরা সমস্যায় পড়ে যেত। আমরা একাধিক ভাল সুযোগ তৈরি করেছি। ক্লেটনের হেড এবং বিষ্ণুকে ফাউলের জন্য যে পেনাল্টিটা পাওয়া উচিত ছিল। দ্বিতীয় গোলটা হলে অনেক কিছুই বদলে যেত।
এক গোল শোধ করেন সাউল ক্রেস্পো। বাকি দু’টি গোল শোধ করার জন্য মরিয়া হয়ে উঠলেও শেষ পর্যন্ত প্রতিপক্ষের রক্ষণের তৎপরতায় ও নিজেদের ভুলে ইস্টবেঙ্গলের তা করত অসমর্থ হয়।
এই ম্যাচ হারার ফলে ইস্টবেঙ্গলের প্লে অফের রাস্তা খুবই কঠিন হয়ে গেল। খাতায় কলমে তাদের প্লে অফে ওঠার সম্ভাবনা থাকলেও সেই পথ একেবারেই সোজা নয়। সেখানে বাকি সব ম্যাচে জিতলেই শুধু হবে না, অন্যান্য দলগুলির ম্যাচেও একাধিক অঘটন ঘটা প্রয়োজন।