কেউ কেউ বলছেন লোকসভা ভোটের আগে মোদি-শাহের মাস্টারস্ট্রোক। সত্যিই তাই ?জারি হয়েছে CAA-র বিজ্ঞপ্তি। লোকসভা ভোটের আগে বিরাট বড় সিদ্ধান্ত। সত্যিই কি CAA চালু করা লোকসভা ভোটে কোনওরকম ডিভিডেন্ড দেবে বিজেপিকে ? দেশজুড়ে নাগরিকত্ব সংশোধন আইন প্রসঙ্গে ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, যদি কোনও বৈষম্য হয়, সেই জিনিস আমরা মানি না। আর বিজেপি শিবিরের আশ্বাস, সিএএ কার্যকর হলে একজনের কাছ থেকেও নাগরিকত্ব ছিনিয়ে নেওয়া হবে না। এর মধ্যে মাথাচাড়া দিচ্ছে একটাই প্রশ্ন। বাংলার ভোটারদের মধ্যে CAA কতটা প্রভাব বিস্তার করবে ? কতটা প্রভাবিত হবে ভোটব্যাঙ্ক ?
আইনে পরিণত হওয়ার প্রায় ৪ বছর পর, ভোটের মুখে, সোমবার জারি হয়েছে CAA-র বিজ্ঞপ্তি। এর ফলে, দেশজুড়ে চালু হল নাগরিকত্ব সংশোধন আইন বা ‘CAA’। ২০১৪ সাল থেকেই বারবার বাংলায় এসে নাগরিকত্ব নিয়ে সরব হয়েছেন নরেন্দ্র মোদি থেকে অমিত শাহ। ২০১৯ সালে দ্বিতীয় বার ক্ষমতায় এসে সংশোধিত নাগরিকত্ব আইন বা CAA পাস করায় মোদি সরকার। এই আইন অনুযায়ী, বাংলাদেশ, পাকিস্তান, ও আফগানিস্তানের ধর্মীয় সংখ্যালঘুরা অর্থাৎ হিন্দু , বৌদ্ধ , জৈন, শিখ, পার্সি, খ্রিস্টানরা যদি ধর্মীয় উৎপীড়নের কারণে ভারতে আশ্রয় নিতে চান, সে ক্ষেত্রে তাদের নাগরিকত্ব দেবে ভারত। পাল্টা তৃণমূল বারবারই দাবি করেছে, এটা নেহাতই বিজেপির নির্বাচনী গিমিক!
•১৯৫৫ এর নাগরিক আইন সংশোধন বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের মতো দেশ থেকে সেই দেশের অমুসলিম (হিন্দু,শিখ, খ্রিষ্টান, বৌদ্ধ, জৈন) ধর্মীয় অত্যাচারের কারনে ভারতে যদি আশ্রয় চান, তা দেবে ভারত।
• শর্ত সমূহ
১) ভারতে ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে এসেছেন
২)এত বছর ভারতে আছেন এবং গত ১৪ বছরে অন্তত ৫ বছর এ দেশেই ছিলেন।
•প্রয়োজনীয় নথি সমূহ:
১) নিজের সম্পর্কে দেওয়া তথ্য ঠিক জানিয়ে হলফনামা
২) আবেদনকারীর চরিত্র সম্পর্কে তৃতীয় ব্যক্তির হলফনামা
৩) আবেদনকারী যে অষ্টম তফসিলে থাকা কোনও কোনও একটি ভাষা জানেন, তার সমর্থনে হলফনামা।
৪)যদি আগের দেশের পাসপোর্ট থাকে তবে তার প্রতিলিপি
৫) ভারতে থাকার অনুমতি পত্র থাকলে তার প্রতিলিপি
৬) আবেদন গৃহীত হলে যে তিনি আগের নাগরিকত্ব ফের দাবি করবেন না, সেই হলফনামা।
আবেদনের জন্য পোর্টাল তৈরি করেছে কেন্দ্র। আবেদনকারী কোন সালে ভারতে প্রবেশ করেছে সেই তথ্য পোর্টালে দিতে হবে।গোটা প্রক্রিয়ায় আপাতত রাজ্যের ভূমিকা নেই। কোন পোর্টালে আবেদন করতে হবে তা এখনো জানায়নি কেন্দ্র।