মার্চের শুরুতেই গরমে অতিষ্ট পশ্চিমবঙ্গবাসী , এরমধ্যেই আবার লাল সতর্কতা জারি গাঙ্গেয় বঙ্গের জেলাগুলোতে। এমনিতেই বলাছিল আগামী শুক্রবার থেকে বাড়বে তাপমাত্রা এবং অস্বস্তিকর অবস্থা এছাড়াও ছিল তাপপ্রবাহের আশঙ্কা। হওয়া দপ্তরের রোপোর্ট অনুযায়ী আজ অর্থাৎ কাল থেকেই অর্থাৎ বুধবার থেকেই পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের মতো পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে তাপপ্রবাহের সম্ভবনা আছে । সেই তাপপ্রবাহের হাত থেকে বাঁচতে কি করতে হবে তারও নির্দেশ দিচ্ছে হওয়া অফিস।
হওয়া অফিসের মতে রোদকে যতটা সম্ভব এড়াতে হবে এবং ছাতা সহ সানগ্লাস ব্যাবহার করার কথা বলা হচ্ছে । এছাও প্রচুর জল, ফলের রস , ওএরএস এর জল ইত্যাদি খেতে বলা হচ্ছে। গর্ভবতী মহিলা শিশু বৃদ্ধদের আরো সতর্ক থাকতে হবে বলেই জানাচ্ছে হওয়া অফিস। এদিন দমদমে ৩৮.৫ ডিগ্রি , বাঁকুড়ায় ৪০ ডিগ্রি, কলকাতায় প্রায় ৩৭ ডিগ্রি ছুঁয়ে ফেলে।
এরপর অনেকের প্রশ্ন কবে খানিক ঝড়বৃষ্টির মিলবে দেখা ? তবে সেই স্বস্তির সংবাদ আপাতত নেই হওয়া দফতরের কাছে। গাঙ্গেয় বঙ্গে আপাতত কোনো জলীয় বাষ্পের সৃষ্টি হয়নি , বরং পশ্চিম দিকে থেকে ঢুকছে প্রচুর উষ্ণ গরম বাতাস। তারফলেই তাপপ্রবাহের আশঙ্কা। তারা আরো জানান জলীয় বাষ্পের উদয় না হলে জোর বৃষ্টির পরিস্থিতি হওয়া খুব মুশকিল।