আগেই বলা হয়েছিল ইজরায়েল হামলা করবে রাফায়। ইরান হামলা চালালেও আদতে রাফায় বোমা বর্ষণ করতে ছাড়েনি ইজরায়েল। আশঙ্কা ছিলোই কিছু একটা হতে পারে এবং সমস্ত আশঙ্কাকে সত্যি প্রমাণিত করে রাতেই একের পর এক যুদ্ধবিমান ধেয়ে এলো রাফায়। ঘটনায় নিহত পাঁচজন শিশু সহ ১১জন ।
রাফার বাসিন্দারা ভয়ে কাটাচ্ছেন দিন, তাদের আশঙ্কা খুব তাড়াতাড়িই সামরিক অভিযান চালাবে ইজরায়েল। এর পাশাপাশি গাজার এক হাসপাতাল থেকে উদ্ধার হয় ৩০টি নগ্ন মৃতদেহ। অনুমান করা হচ্ছে এরা সকলেই ওই হাসপাতালের রুগী এবং স্টাফ যাদের খুন করা হয়েছে। গাজা মূলত এখন ধ্বংসস্তুপ ছাড়া আর কিছুই নয়, আর ইজরায়েলের মূল লক্ষই হলো গাজায় যেন আর কোনো শিশু কোনোদিনও না জন্মায়।
ইজরায়েলের পাশাপাশি এখন সরাসরি আঙ্গুল উঠছে আমেরিকার ওপর । মিশর সৌদি আরবসহ মধ্যস্থকারী দেশগুলোর দাবি ইরাননের সাথে ইজরায়েলের সংঘাত বাঁধলে তৃতীয় বিশ্বযুদ্ধ ঘটে যাওয়ার সম্ভবনা আছে তাই আমেরিকা ইরানের বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়ার ক্ষেত্রে বিরত থাকতে বলছে ইজরায়েলকে কিন্তু তার পরোক্ষ প্রভাব পড়ছে প্যালেস্টাইনের ওপর। মূলত তৃতীয় বিশ্বযুদ্ধ আটকাতে প্যালেস্টাইনের ওপর যথেচ্ছাচার করা হচ্ছে।