শ্লীলতাহানির অভিযোগে ডিউটি থেকে সরানো হল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে

উলুবেড়িয়ার পর এবার ডেবরা। ফের শ্লীলতাহানির অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত ডেবরায়। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত পুলিশের কাছে কোন লিখিত অভিযোগ জমা দেওয়া হয়নি। তবে অভিযোগ উঠতেই পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। তড়িঘড়ি কেন্দ্রীয় বাহিনীর ওই জওয়ানকে সরিয়ে দেওয়া হয়েছে ভোটের ডিউটি থেকে। তার জায়গায় নিয়োগ করা হয়েছে অন্য জওয়ানকে। পঞ্চম দফার পর এবার ষষ্ঠ দফাতেও এই ঘটনার পুনরাবৃত্তি ঘটল বলে জানা গিয়েছে।

অভিযোগকারী গৃহবধূর দাবি, ‘ওই জওয়ান বাড়িতে এসে জল খেতে চান। সেই সময়ই তার শ্লীলতাহানি করেন অভিযুক্ত ওই জওয়ান।’ ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত ডেবরার ওই অঞ্চলের বিডিও জানিয়েছেন, এমন একটি অভিযোগ তারা পেয়েছেন। সেই অভিযোগের ভিত্তিতে ওই জওয়ানকে ডিউটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পুরো বিষয়টি পুলিশ দেখছে, এমনটাই জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, এর আগে পঞ্চম দফার নির্বাচনের সময়েও এই ধরণের অভিযোগ উঠেছিল উলুবেড়িয়ায় ভোটের ডিউটিতে আসা এক জওয়ানের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ করেছিল নির্বাচন কমিশন। ভোটের ডিউটি থেকে সরিয়ে দেওয়া হয়েছিল ওই বিএসএফ জওয়ানকে। সেদিন ভোট পর্ব শেষ হতে না হতেই একটি বিবৃতি প্রকাশ করে সীমান্তরক্ষী বাহিনী। সেখানে স্পষ্ট এবং কড়া ভাষায় বলা হয়েছিল, ‘বিএসএফ একটি শৃঙ্খলাপরায়ণ ও পেশাদার বাহিনী। কোনরকম শৃঙ্খলাভঙ্গ বিএসএফ কোনওভাবেই বরদাস্ত করে না।’ সেইসঙ্গে বিএসএফের তরফে এও বলা হয়েছিল, ‘বাহিনীর তরফে তদন্ত করা হচ্ছে বিষয়টির। দোষ প্রমাণিত হলে ওই জওয়ানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে।’ সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একবার এই ধরণের অভিযোগ উঠে এল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে।

আরও পড়ুনঃ https://thelocaljournalist.com/%e0%a6%ae%e0%a7%81%e0%a6%96%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ae%