মূলত এবারের নির্বাচনের তুরুপের তাস হিসেবে বিজেপি ব্যাবহার করেছিল রাম মন্দিরকে, এবং অহংকারের সাথে বলেছিল “আবকি বার চারশো পার” যদিও পারতপক্ষে দেখা যায় তিনশোরও গন্ডিও পেরতে পারেনি এবার গেরুয়া শিবির।
যদি বিগত ২ বছরের লোকসভা নির্বাচনের দিকে ফিরে তাকানো যায় তবে দেখা যাবে ২০১৪ তে গেরুয়া শিবির সর্বমোট ৩৩৬টি আসনে জয়ী হয়, এবং ২০১৯ শে যেখানে বিজেপি অনুমান করেছিল ৩০৩টির মতন আসন তারা পাবে সেখানে তারা পায় ৩৫৩টি আসন, ইতিহাস দেখে বিচার করলে এবারের নির্বাচনে নরেন্দ্র মোদির সমস্ত দম্ভ একেবারে মাটির সাথে মিশে গেছে, এবং আবারও প্রমাণিত হয় জনগণই শেষ কথা বলবে।
৪ঠা জুন সকলেরই চোখ ছিল উত্তর প্রদেশের দিকে, তরী ডোবা শুরু হলো সেখান থেকেই এবং প্রথম দিকে বারাণসী থেকেই পিছিয়ে পড়েছিলেন স্বয়ং মোদি, যদিও তিনি পরে এক লক্ষ বাহান্ন হাজার পাঁচশো তেরোটি ভোটে জয়ী হন, তবুও এই জয় যে খুব সুখকর নয় তা মুখে না স্বীকার করলেও বোঝা যাচ্ছে গোটা গেরুয়া শিবিরের টালমাটাল অবস্থা এবং ইন্ডিয়া জোটের উচ্ছাস দেখেই।
কার্যত উত্তর প্রদেশে ধরাশায়ী মোদি। রামমন্দির তৈরি হওয়ার পর যে “মোদি ম্যানিয়া” মানুষের মধ্যে দেখা গিয়েছিল তা অচিরেই ঝরে পড়লো। অযোধ্যাতেই হারতে হলো মোদিকে। রায়বেরিলি আমিটি সহ বহু গুরুত্বপূর্ণ আসনে পরাজয় বিজেপির। নরেন্দ্র মোদি নিজের মুখে তাদের জয়কে বেশ বাড়িয়ে চড়িয়ে দেখলেও আদতে এইদিন দেখা গেল বহু সাংসদ নির্বাচনের ফলাফল দেখেই কেঁদে ফেলছেন, কোথাও বা থেমে যাচ্ছে লাড্ডু খাওয়ার উৎসব।
বহু রাজ্যে আবার খাতাই খোলেনি বিজেপি, এমনকি অযোধ্যা জেলার ফৌজাবাদ যেখানে রামমন্দির অবস্থিত সেখানেই হেরে গেল বিজেপি। নিঃসন্দেহে এই লোকসভা নির্বাচন এক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিল হিসেবেই থাকবে ভারতের কাছে , বিজেপি যে ধর্মের ফুলকি ছড়িয়ে ছিল সেই ফুলকি যে সমস্ত জায়গায় আগুন ছড়াতে পারেনি তারই উদাহরণ এই নির্বাচন। মানুষ ধর্মের বদলে বেছে নিয়েছেন গণতন্ত্রকে। নির্বাচনের ফলপ্রকাশ হওয়ার পর রাহুল গান্ধী সাংবাদিক বৈঠকে বলেন ,”এই দেশের সংবিধান যদি কেউ বাঁচান তবে তা বাঁচিয়েছেন এই দেশের প্রতিটা দরিদ্র মানুষ যেমন শ্রমিক কৃষক দলিত”।
যদিও এই সবকিছুর পরেও তৃতীয়বারের মতন আবারও সরকার গঠন করতে চলেছে ভারতীয় জনতা পার্টি। তবে এবার হয়তো খানিক হলেও তারা সচেতন হয়েছেন যে দেশের জনতাই শেষ কথা বলে।
লোকসভা নির্বাচন ২০২৪ ফলাফল
_________________________
অন্ধপ্রদেশ
(মোট আসন-২৫)
ক্ষমতায় টিডিপি
তেলেগু দশম ১৬ (৩)
বিজেপি ৩ (০)
ওয়াইএসআর কংগ্রেস ৪(২২)
কংগ্রেস ০(০)
অন্যান্য 2(০)
_____________________
অরুণাচল প্রদেশ
(মোট আসন 2)
ক্ষমতায় বিজেপি
বিজেপি ২(২)
কংগ্রেস ০(০)
অন্যান্য ০(০)
________________
আসাম
(মোট আসন ১৪)
ক্ষমতায় বিজেপি
বিজেপি ৯(৯)
কংগ্রেস ৩(৩)
এসআইইউডিএফ ০(১)
এজিপি ১(০)
বিপিএফ ০(০)
অন্যান্য ১(০)
____________________
বিহার
(মোট আসন ৪০)
ক্ষমতায় এনডিএ
বিজেপি ১২(১৭)
এলজেপি ৫(৬)
আরএলএফসি ০(০)
আরজেডি ৪(৪)
জেডিইউ ১২(১৬)
অন্যান্য ২(০)
______________________
ছত্তিসগড়
(মোট আসন ১১)
ক্ষমতায় বিজেপি
বিজেপি ১০(৯)
কংগ্রেস ১(২)
বিএসপি ০(০)
অন্যান্য ০(০)
________________________
দিল্লি
(মোট আসন ৭)
ক্ষমতায় আপ
বিজেপি ৭(৭)
আপ ০(০)
কংগ্রেস ০(০)
অন্যান্য ০(০)
________________________
গোয়া
(মোট আসন ২)
ক্ষমতায় এনডিএফ
বিজেপি ১(১)
কংগ্রেস ১(১)
অন্যান্য ০(০)
______________________
গুজরাট
(মোট আসন ২৬)
ক্ষমতায় বিজেপি
বিজেপি ২৫(২৬)
কংগ্রেস ১(০)
অন্যান্য ০(০)
_____________________
হরিয়ানা
(মোট আসন ১০টি)
ক্ষমতায় বিজেপি
বিজেপি ৫(১০)
আইএনএলডি ০(০)
কংগ্রেস ৫(০)
এইচজেসি ০(০)
অন্যান্য ০(০)
______________________
হিমাচল প্রদেশ
(মোট আসন ৪)
ক্ষমতায় কংগ্রেস
বিজেপি ৪(৪)
কংগ্রেস ০(০)
অন্যান্য ০(০)
_____________________________
জম্মু কাশ্মীর
(মোট আসন ৬)
কেন্দ্রশাসিত
বিজেপি ২(৩)
পিডিপি ০(০)
কংগ্রেস ০(০)
জেকেএনসি ২(৩)
অন্যান্য ১(০)
__________________________________
লাদাখ
(মোট আসন ১)
কেন্দ্রশাসিত
অন্যান্য ১
_________________________________
ঝাড়খন্ড
(মোট আসন ১৪
ক্ষমতায় যেএমএম জোট
বিজেপি ৮(১১)
জেএমএম ৩(১১)
কংগ্রেস ২(১)
আজসু ১(১)
জেভিএম পি ০(০)
অন্যান্য ০(০)
_____________________________
কর্ণাটক
(মোট আসন ২৮)
ক্ষমতায় কংগ্রেস
বিজেপি ১৭(২৫)
কংগ্রেস ৯(১)
জেডিএস ২(১)
অন্যান্য ০(১)
_________________________________
কেরল
(মোট আসন ২০)
ক্ষমতায় এলডিএফ
কংগ্রেস ১৪(১৫)
সিপিএম ১(১)
এইইউএমএল ২(২)
____________________________________
কর্ণাটক
(মোট আসন ২৮)
ক্ষমতায় কংগ্রেস
বিজেপি ১৭(২৫)
কংগ্রেস ৯(১)
জেডিএস ২(১)
অন্যান্য ০(১)
_______________________________
ওড়িশা
(মোট আসন ২১)
বিজেপি ক্ষমতায়
বিজেডি ১(১২)
বিজেপি ১৯(৮)
কংগ্রেস ১(১)
অন্যান্য ০(০)
___________________________________
পাঞ্জাব
(মোট আসন ১৩)
ক্ষমতায় আপ
অকালি দল ১(২)
আপ ৩(১)
কংগ্রেস ৭(৮)
বিজেপি ০০(২)
অন্যান্য ২(০)
_____________________________________
তামিলনাড়ু
(মোট আসন ৩৯)
ক্ষমতায় ডিএমকে
এডিএমকে ০(১)
বিজেপি ০(০)
ডিএমকে ২২(২৪)
কংগ্রেস ৯(৮)
অন্যান্য ৮(৬)
____________________________________
তেলেঙ্গানা
(মোট আসন ১৭)
ক্ষমতায় কংগ্রেস
বিআরএস ০(৯)
কংগ্রেস ৮(৩)
টিডিপি ০(০)
ওয়াইএসআর কংগ্রেস ০(০)
এআইএমআইএম ১(১)
_________________________________
উত্তরাখন্ড
(মোট আসন ৫)
রাজ্য ক্ষমতা বিজেপি
বিজেপি ৫(৫)
কংগ্রেস ০(০)
বিএসপি ০(০)
অন্যান্য ০(০)
____________________________________
উত্তরপ্রদেশ
(মোট আসন ৮০)
বিজেপি ৩৩(৬২)
সমাজবাদী পার্টি ৩৮(৫)
কংগ্রেস ৬(১)
আপনা দল ১(২)
বহুজন সমাজ পার্টি ০০(১০)
আরএলডি ২(০)
অন্যান্য ১(০)
__________________________________
পশ্চিমবঙ্গ
(মোট আসন ৪২)
ক্ষমতায় তৃনমূল
তৃণমূল ২৯(২২)
কংগ্রেস ১(২)
বিজেপি ১২(১৮)
বামফ্রন্ট ০(০)