হেইলব্রোনার চ্যালেঞ্জারের ফাইনালে দুরন্ত জয় সুমিত নাগালের

তিন সেটের লড়াইয়ে বিশ্বের ১৮৪ নম্বর পুরুষ টেনিস তারকা অ্যালেকজান্ডার রিটসচার্ডকে হারালেন ভারতীয় টেনিস তারকা সুমিত নাগাল। এটি নাগালের কেরিয়ারের ষষ্ঠ এটিপি খেতাব। এই নিয়ে চতুর্থবার সুরকির কোর্টে এটিপি ১০০-র খেতাব জিতলেন ভারতীয় টেনিস তারকা। এ বছরে তাঁর দ্বিতীয় চ্যালেঞ্জার এটি।

এই খেতাব জয়ের সুবাদেই নাগাল পুরুষদের সিঙ্গেলসে কেরিয়ার সেরা ৭৭তম ব়্যাঙ্কিংয়ে উঠে আসবেন। এর সুবাদেই নাগালের প্যারিস অলিম্পিক্সের টিকিট প্রায় পাকা হওয়ার পথে। অলিম্পিক্সে প্রথম ৬৪ জন টেনিস তারকা মূলভাগে অংশগ্রহণ করবেন। সেখানে ভারতীয়দের মধ্যে একমাত্র নাগালই সরাসরি অলিম্পিক্সে খেলার যোগ্যতাঅর্জনের দৌড়ে রয়েছেন।

সোমবার, ১০ জুনই এই তালিকা প্রকাশ করা হবে। ফলে আর বেশি অপেক্ষা করতে হবে না। নাগালের ব়্যাঙ্কিং ৭৭, তাও তিনি কী করে সরাসরি অলিম্পিক্সের ছাড়পত্র পাবেন? এখানে কার্যকর হবে এক নিয়ম। এটিপি ব়্যাঙ্কিংয়ের প্রথম ৫৬ জন তারকা সরাসরি অলিম্পিক্স খেলবেন। কিন্তু সেখানে নিয়ম অনুযায়ী এক দেশের চারজনের বেশি টেনিস খেলোয়াড় অংশগ্রহণ করতে পারবেন না।

নাগাল এই চ্যালেঞ্জার জিতে ১১ স্থান উঠে এসেছেন। পরাজিত হলে নতুন ব়্যাঙ্কিংয়ে কিন্তু ৮৮-তেই থেকে যেতে হত তাঁকে। এর সুবাদেই এক দেশের চার খেলোয়াড়ের নিয়ম মানলে নাগাল অলিম্পিক্স ব়্যাঙ্কিং তালিকায় ৫৬ নম্বরে রয়েছেন। ফলে তাঁর সরাসরি অলিম্পিক্সের ছাড়পত্র পাওয়াটা কিন্তু এখন খালি সময়ের অপেক্ষা। তবে সরকারিভাবে সেই ঘোষণার জন্য আর কিছুক্ষণের অপেক্ষা করতেই হবে।

আরও পড়ুনঃ https://thelocaljournalist.com/jasprit-bumrah-shines-as-india-beat-pakistan-by-6-runs-in-last-over-thriller/