লোকসভা নির্বাচনের প্রথম দফায় একটিও ভোট দিল না নাগাল্যান্ডের ৬টি জেলার মানুষ। ১৬ টি জেলা নিয়ে তৈরি নাগাল্যান্ডে একটিই লোকসভা আসন। এই আসনে প্রথম দফায় নির্বাচনের দিন ধার্য করেছিল ইলেকশন কমিশন। কিন্তু ভোট বয়কট করলেন নাগাল্যান্ডের ছ’টি জেলার মানুষ। এই ছটি জেলায় একটিও ভোট পড়েনি। আলাদা প্রশাসনের দাবিতে এই ভোট বয়কট বলে জানিয়েছেন নাগাল্যান্ড বাসী।
অন্যদিকে মনিপুরে লোকসভা নির্বাচনের প্রথম দফাতেই কেন্দ্রীয় বাহিনীর উপর হামলার অভিযোগ ওঠে। জাওয়ানদের লক্ষ্য করে গুলি ও চালানো হয়। ঘটনাটি ঘটে মণিপুরের থামানপোকপি কেন্দ্রে। ভোট চলাকালীন একদল সশস্ত্র বাহিনী এসে থামানপোকপি কেন্দ্রের একটি বুথে কর্তব্যরত জওয়ানদের উপর হামলা করে বলে জানা গিয়েছে।