বুথের সামনে আইইডি বিস্ফোরণ, আহত এক সিআরপিএফ জওয়ান

শুক্রবার লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদান পর্ব চলাকালীন বুথের সামনে আইইডি বিস্ফোরণ হয়। ঘটনাটি ঘটে ছত্রিশগড়ের বিজাপুরে। এই ঘটনায় আহত হন একজন সিআরপিএফ জওয়ান। আহত জওয়ানকে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

এই ঘটনায় ওই বুথে তীব্র চাঞ্চল্যে সৃষ্টি হয়েছে। বিস্ফোরণের পর আতঙ্কে ভোটাররা বুথ ছেড়ে পালিয়ে গিয়েছেন

সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, বিজাপুরের বৈরমগড়ের চিকা গ্রামের কাছে একটি বুথে ভোটদান পর্ব চলাকালীন এই বিস্ফোরণ হয়। বিস্ফোরণে বুথের সামনে কর্তব্যরত সিআরপিএফের অ্যাসিস্টেন্ট কম্যান্ডান্ট গুরুতর ভাবে জখম হন। তাকে উদ্ধার করে বৌরমগড়ের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বিজাপুরের ওই বুথের কাছে আইইডি বিস্ফোরণ হয়েছে। তবে নিরাপত্তার কঠোর বেষ্টনী পেরিয়ে ভোট বুথের কাছে কোথা থেকে ওই বিস্ফোরক এলো তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।

আরও পড়ুন :- https://thelocaljournalist.com/will-voters-face-threat-due-to-extreme-heat-as-india-gears-up-for-elections/