পরনে আলখাল্লা, গলায় রুদ্রাক্ষের মালা, চোখে রোদ চশমা পড়ে দুদিন ধরে শহর কলকাতার দাপিয়ে বেড়ালেন ‘রুহু বাবা’ অর্থাৎ বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান। কখনো তাকে দেখা গেল হাওড়া ব্রিজে, আবার কখনো ভিক্টোরিয়ার সামনে।
এই মুহূর্তে ‘ভুলভুলাইয়া ৩’ ছবির শুটিংয়ে ব্যস্ত অভিনেতা। আর এই ছবির শুটিংয়েই কলকাতা এসেছেন কার্তিক। সোমবার সন্ধ্যায় কলকাতায় আসেন ‘রুহু বাবা’। তারপর মঙ্গলবার সকাল থেকেই জোর কদমে ‘ভুলভুলাইয়া ৩’ ছবির শুটিংয়ে শহর কলকাতা দাপিয়ে বেড়ান অভিনেতা। কখনো তাকে দেখা যায় হাওড়া ব্রিজের উপর বাইক চালাতে, আবার কখনো লাহা, বাড়িতে আবার কখনো ভিক্টোরিয়ার সামনে।
ভিক্টোরিয়ার সামনে শুটিং চলাকালীন কার্তিক আরিয়ানকে ঘিরে অনুরাগীদের মধ্যে সেলফি তোলার জন্য ভিড় জমে যায়। শুটিংয়ের মাঝেই অনুরাগীদের আবদার মেটানোর চেষ্টাও করেন অভিনেতা।
কার্তিক আরিয়ান ছাড়াও ‘ভুলভুলাইয়া ৩’ ছবিতে অভিনয় করছেন অভিনেত্রী বিদ্যা বালান, এবং তৃপ্তি ডিমরি। এছাড়াও রয়েছেন বাঙালি অভিনেত্রী প্রান্তিকা দাস। ছবিটি পরিচালনা করছেন আনিস বাজমি। জানা গিয়েছে শুধু কলকাতা নয় ছবিটির আরও কিছু অংশের শুটিং হবে উত্তরবঙ্গে। তবে বুধবার সকালে মুম্বাই ফিরে গিয়েছেন কার্তিক আরিয়ান সহ ‘ভুলভুলাইয়া ৩’ ছবির অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা।
আরও পড়ুনঃ https://thelocaljournalist.com/%e0%a6%97%e0%a7%81%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a4%e0%a6%b0-