১৫০ ম্যাচ, অগণিত স্মৃতি। ভারতীয় ফুটবল ইতিহাসের সফলতম খেলোয়াড়ের নাম সুনীল ছেত্রী। ভারতীয় ফুটবলের সেই মহারথী সুনীলই বৃহস্পতিবার, ১৬ মে এক ভিডিও বার্তায় আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের কথা ঘোষণা করলেন। কুয়েতের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জনপর্বের ম্যাচ দিয়েই সুনীল নিজের আন্তর্জাতিক কেরিয়ারের ইতি টানতে চলেছেন। দেশের জার্সিতে ৯৪টি গোল করেছেন তিনি।
ভারতীয় ফুটবলের মক্কা হিসাবে পরিচিত কলকাতা। আর এই কলকাতার ময়দানই সর্বপ্রথম এক ছোটখাট, টিনএজ তারকার প্রতিভার সাক্ষী থেকেছিল। তাঁর উত্থানের শুরুটা কলকাতা শহরে এবং সেই কলকাতাতেই আন্তর্জাতিক কেরিয়ারের শেষটাও করবেন সুনীল। ৬ জুন তার জীবনের শেষ সেই ম্যাচ দেখতে হাজির থাকবে ছেত্রী-পরিবার। এই শহরের মেয়েকেই বিয়েও করেছে তিনি।
শেষবার ব্লু টাইগার্সের জার্সিতে তাঁদের প্রিয় অধিনায়ক ছেত্রীর খেলার দেখতে সমর্থকরা মাঠে ভিড় জমাবেন, তা বলাই বাহুল্য।
আরও পড়ুন :- https://thelocaljournalist.com/sam-curran-leading-from-front-to-seal-the-victory-punjab-over-rajasthan/