আর মাত্র কয়েকদিন বাকি লোকসভা ভোটের। এই আবহে গত বছরের মণিপুরে ভাইরাল হওয়া ভিডিও নিয়ে এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। প্রধানমন্ত্রীকে অসম্মান করার জন্যই বিরোধীরা এই কাজ করেছে, এমনটাই দাবি করেছেন তিনি।
প্রসঙ্গত, গত বছর মণিপুরের দুই জনজাতি গোষ্ঠী কুকি ও মেইতির মধ্যে সংরক্ষণ নিয়ে বিবাদ, সংঘর্ষ, অশান্তি চরমে ওঠে। কুকি সম্প্রদায়ের দুই মহিলাকে নগ্ন করে ঘোরানোর ভিডিও ভাইরাল হয় (ভিডিওর সত্যতা যাচাই করেনি দ্য লোকাল জার্নালিস্ট)। এই ঘটনায় ক্ষোভে ফুঁসতে থাকে মণিপুর। প্রশাসনিক দায়িত্ব পালনে মুখ্যমন্ত্রী ব্যর্থ বলে দাবি করে বিরোধীরা। মুখ্যমন্ত্রীর পদত্যাগেরও দাবি করা হয় সেই সময়।
ভোট আবহে এবার মণিপুরের আইনশৃঙ্খলা, নারীদের সুরক্ষা এবং প্রশাসনের বিরুদ্ধে লাগাতার ব্যর্থতার অভিযোগ তুলছে বিরোধীরা। অন্যদিকে, বিরোধীদের সেই অভিযোগ খারিজ করেছে মণিপুরের শীর্ষ নেতৃত্ব। রবিবার ইম্ফলে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বীরেন সিং অভিযোগের আঙুল তুলেছেন কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধীদের দিকে।
তাঁর দাবি, “গত বছর দুই মহিলাকে নগ্ন করে ঘোরানো ও যৌন হেনস্থার যে ভিডিও ভাইরাল হয়, তা কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধীরাই করেছিল।” তিনি এও বলেন, “বিরোধীদের লক্ষ্য ছিল বিজেপি সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অসম্মানিত করা।” পাশাপাশি তিনি আরও দাবি করেন, “মেইতি সম্প্রদায়ের কিছু মহিলা ও যুবক মিলে দুই মহিলাকে উদ্ধার করলেও ইচ্ছা করে সেই কথা এড়িয়ে যাওয়া হয়েছে।” ভোট আবহে এই রাজনৈতিক তরজা ভোটের ফলাফলে কার্যত কোন প্রভাব ফেলবে কি না, সেইদিকেই নজর ওয়াকিবহাল মহলের।
আরও পড়ুনঃ https://thelocaljournalist.com/%e0%a6%86%e0%a6%ac%e0%a