মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর বিরুদ্ধে নারীবিদ্বেষী ও কুরুচিকর মন্তব্যের অভিযোগে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল বিজেপি। চলতি লোকসভা নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রচার থেকে সাসপেন্ড করার দাবি জানিয়েছে বিজেপি।
কালিয়াচকের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘বিজেপির প্রার্থী বড় বড় ভাষণ দিচ্ছেন। গাড়ি নিয়ে ঘুরছে।’ অভিষেক আরও বলেছিলেন, ‘নিজেকে নির্ভয়া বলে দাবি করছেন। আপনি নির্ভয়া নন, আপনি নির্মম..আপনি নিরুদ্দেশ, আপনি ব্যর্থ।’ শ্রীরূপা মিত্র চৌধুরী মানুষকে বঞ্চিত-লাঞ্ছিত-অত্যাচারিত ও শোষিত করে রাখার দলের প্রতিনিধি বলেও তোপ দেগেছিলেন।
এই ঘটনার পরপরই অভিষেককে নিয়ে চিঠি পাঠিয়েছিল জাতীয় মহিলা কমিশন। রাজ্য পুলিশের ডিজিকে চিঠি পাঠিয়ে কমিশন জানিয়েছিল শ্রীরূপা মিত্র চৌধুরীকে নিয়ে এমন উক্তি ভাল চোখে দেখছে না জাতীয় মহিলা কমিশন।
ওই মন্তব্য়ের জন্য কী ব্যবস্থা নেওয়া হয়েছে সেটাও জানতে চাওয়া হয়েছে ওই চিঠিতে।এই বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে যাওয়ার কথাও বলেছে বিজেপি।
আরও পড়ুন :- https://thelocaljournalist.com/inheritance-tax-and-blame-game-between-bjp-and-congress/