মশালের দাপটে,নৌকাডুবি। সুপার কাপে মোহনবাগানকে ৩-১ গোলে হারিয়ে জয় ইস্টবেঙ্গলের।

গোওওওওল…. ইস্টবেঙ্গলের। কলিঙ্গ স্টেডিয়ামে জ্বলছে লাল-হলুদ মশাল। ভুল হয়েছিল মোহনবাগান গোলকিপারের। আর সেই ভুলের সুযোগ নিয়ে গোল করে গেলেন সিলভা। ডানপ্রান্ত থেকে মোহনবাগান বক্সের মধ্যে থাকা হিজাজিকে লক্ষ্য করে ক্রস। আহামরি হেডার নয়, সহজেই বলটা ধরে নেওয়ার কথা ছিল মোহনবাগান গোলকিপারের। কিন্তু বলটা ফস্কে যায় আর তার সুযোগটাই খুঁজছিলো ইস্টবেঙ্গল। অদম্য লড়াই, নিখুঁত স্ট্র্যাটেজি আর বুকে একরাশ সাহস -নিয়েই কলিঙ্গ সুপার কাপে মোহনবাগান সুপার জায়ান্টকে ৩-১ গোলে গুঁড়িয়ে দিল ইস্টবেঙ্গল। পৌঁছে গেল সুপার কাপের সেমিফাইনালে। গতকাল খেলার জয়টা ইস্টবেঙ্গলের কাছে নিছকই একটা কলকাতা ডার্বি জয় নয়, এই জয়টা সকল ফুটবল প্রেমির কাছে ইস্টবেঙ্গলের একটা বার্তা – সময় খারাপ যেতে পারে, ফর্ম খারাপ যেতে পারে, কিন্তু লাল-হলুদ মশাল কখনও পুরোপুরি নিভে যায় না। কার্লেস কুয়াদ্রাত কাজ করেছেন, সেটা নিয়ে কোনও সন্দেহ নেই।

মোহনবাগান সুপার জায়ান্টের কাছে ০-১ পরাজয়ের বদলা নিয়ে ঘুরে দাঁড়ানোর ম্যাচ। ৩-১ গোলে জিতলেন কার্লেস কুয়াদ্রাতের ছেলেরা। ২টো গোল করেন ক্লেইটন সিলভা।১ টি গোল করেন নন্দকুমার খেলায় জয়ের মাধ্যমেই কলিঙ্গ সুপার কাপের সেমিফাইনালে পৌঁছে গেল ইস্টবেঙ্গল।