মিত্র দেশ ইসরায়েলের নিন্দা করে আবার বিশ্ববাসীর কাছে নতুন রূপে আমেরিকা।

১)ওপরে প্যালেস্টাইনের সমর্থনে ওয়াসিংটন ডিসি তে মানুষের জনতা মিছিল। ২)নীচে কলকাতায় প্যালেস্টাইনের সমর্থনে জনতা মিছিল।

 

 

বিগত পঁচাত্তর বছরের ইতিহাস ঘাঁটলে দেখা যাবে চিরদিনই প্যালেস্টাইনের ওপর নিজেদের আগ্রাসন চালিয়েছে ইসরায়েল। দু দেশের পুরোনো মানচিত্র দেখলে তা নিয়ে ধন্দের কোনো অবকাশ নেই। এই মুহূর্তে যখন গাজা স্ট্রিপে মুহুর মুহুর বোমা ফেলছে ইসরায়েল ঠিক তেমনি ওপরদিকে ওয়েস্ট ব্যাংকে নতুন নতুন পরিকাঠামো গড়ে তুলছে তারা। মূলত এই বিষয়টি নিয়েই এবার ইসরায়েলের প্রতি বিরক্তি প্রকাশ করলো আমেরিকা। বুয়েনেস আইরেসে একটি সাংবাদিক বৈঠকে আমেরিকার বিদেশ সচিব অ্যান্টনি জন ব্লিঙ্কেন বলেন,”এইভাবে চললে কোনোদিনই শান্তি আনা সম্ভব নয়”। যদিও দেখা গিয়েছিল ইসরায়েলের সাথে প্যালেস্টাইনের যুদ্ধে ইসরায়েলকে সব রকমভাবেই সাহায্য করেছে আমেরিকা, আবার নিজের মহৎ ভাবকে বিশ্বের কাছে প্রকাশ করার জন্য ত্রাণও পাঠিয়েছে প্যালেস্টাইনে।তাদের বক্তব্য ছিল তারা চায় দুই দেশই থাকুক। কিন্তু নিজেরাই যুদ্ধের জন্য সাহায্য করে আবার যুদ্ধে বিধস্ত দেশে ত্রাণ পাঠিয়ে ঠিক কি ভাবে দু দেশকে বাঁচানোর কথা বলেছে আমেরিকা তা খানিক ধন্দেরই বিষয় বটে। এখন আবার ইসরায়েলের ওপর ক্ষোভ দেখিয়ে ঠিক কোন নতুন রূপের উন্মোচন করতে চাইছে আমেরিকা তা নিয়েও জোট বাঁধছে ধোঁয়াশা।

তবে এদিন অ্যান্টনি জন ব্লিঙ্কেন বলেন, “ইসরায়েল আন্তর্জাতিক আইন মেনে চলছেনা। ওরা যেভাবে ওয়েস্ট ব্যাংকে পরিকাঠামো বানাচ্ছে তা কোনোদিনই ইসরায়েলের নিরাপত্তা বাড়াবেনা। এই ধরণের কাজকে আমরা সমর্থন করিনা।”২০১৯ এও ইসরায়েলের সমর্থনে বহু অস্ত্র সস্ত্র পাঠিয়েছিল ট্রাম্পের সরকার তবে এবার জো বাইডেনের সরকার নিজের বহু রূপ বহু বৈচিত্র দেখানোর মাধ্যমে আসলে কি করতে চাইছে তা এখনো পরিষ্কার নয়।