শেখ শাহজাহান সম্পর্কে নয়া তথ্য প্রকাশ্যে, আজ আদালতে কি শুনানি?

সন্দেশখালি-সহ বসিরহাট এলাকায় তিনটি খুনের ঘটনা ঘটে। মৃতদের পরিবারগুলো অভিযোগ করছ , ওই ঘটনায় শাহজাহান যুক্ত ছিলেন। কিন্তু পুলিশ শাহজাহানের নাম বাদ দিয়ে চার্জশিট জমা দিয়েছিল। ঘটনাটির পর সন্দেশখালির শাহজাহান শেখের বিরুদ্ধে দায়ের হওয়া খুনের মামলায় বিচারপ্রক্রিয়ার উপর স্থগিতাদেশ দিয়েছিল আদালত। তার পরেও পুলিশ ওই মামলায় অতিরিক্ত চার্জশিট জমা দিয়েছে বলে অভিযোগ। যার জেরে রাজ্যকে তীব্র নিন্দা করল কলকাতা হাই কোর্ট। বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে সোমবার মামলার শুনানি ছিল। বিচারপতি পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছেন। পুলিশ শাহজাহানের নাম বাদ দিয়ে চার্জশিট জমা করেছিল হাইকোর্টে। সোমবার আদালতে মামলাকারীদের আইনজীবী জানান, গত ১৭ জানুয়ারি আদালতের সেই স্থগিতাদেশের পরেও পুলিশ অতিরিক্ত চার্জশিট জমা দিয়েছে। এতেই ক্ষুব্ধ হন বিচারপতি। আদালতের পর্যবেক্ষণ, হাই কোর্ট ট্রায়াল-সহ যাবতীয় বিচারপ্রক্রিয়ার উপর স্থগিতাদেশ দিয়েছে। তার পরেও কী ভাবে চার্জশিট জমা দিল পুলিশ? এখনই ওই চার্জশিট পুলিশের প্রত্যাহার করা উচিত। এ প্রসঙ্গে বিচারপতি সেনগুপ্তের মন্তব্য, আদালতের নির্দেশ অমান্য করার কারণে তদন্তকারী অফিসারের বিরুদ্ধে আমি আদালত অবমাননার রুল জারি করতে বাধ্য হব। অমিতেশ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আদালতের নির্দেশ বুঝতে ভুল হয়ে থাকতে পারে। পুলিশ এখনও চার্জশিট জমা দেয়নি। তারা চার্জশিট জমা দেওয়ার পরিকল্পনা করেছিল। সমন্বয়ের অভাবে আদালতকে ওই তথ্য দেওয়া হয়েছিল।’’ পরে বিচারপতি জানান, আগামী বুধবার এই মামলার পরবর্তী শুনানি হবে। আজ শেখ শাহজাহানকে নিয়ে যাওয়া হলো জোকার এসআই হাসপাতালে, মেডিকেলের জন্য। মেডিকেলের পর তাকে নিয়ে যাওয়া হবে, কলকাতার ইডি
দফতর সল্টলেক সিজিও কমপ্লেক্সে। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তাকে সাংবাদিকরা প্রশ্ন করেন শেখ সাবিনা নামে সংস্থা কি আপনার! উত্তরে শাহজাহান হ্যাঁ বলেছেন।