ভারতে হেপাটাইটিসে রেকর্ড, সতর্ক হতে কি বলছে WHO

সারা বিশ্বে প্রতিদিন ৩৫০০ জন মানুষ শিকার হচ্ছেন হেপাটাইটিস ভাইরাসের। এবার হেপাটাইটিস সংক্রমণ নিয়ে ভারতকে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা(WHO)। মঙ্গলবার একটি সভায় এই সতর্কবার্তা দেওয়া হয়।

হু-এর তরফে বলা হয়েছে, সংক্রামক ব্যাধি হিসেবে হেপাটাইটিস সংক্রমণ সারা বিশ্বে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। আর এই পরিস্থিতির মধ্যে ভারত মোটেই সন্তোষজনক স্থানে নেই।

বর্তমানে হেপাটাইটিস বি ও হেপাটাইটিস সি ভাইরাসের সংক্রমণের জেরেই মৃত্যু হচ্ছে রোগীদের। এর মধ্যে বেশির ভাগটাই হেপাটাইটিস বি বলে জানাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

পরিসংখ্যান অনুযায়ী, হেপাটাইটিস আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৮৩ শতাংশই হেপাটাইটিস বি রোগে আক্রান্ত হয়ে মারা যান। অন্যদিকে ১৭ শতাংশের মৃত্যু হয় হেপাটাইটিস সি রোগে। তবে সবচেয়ে বড় বিষয় এই দুই রোগেরই চিকিৎসা রয়েছে। বাজারে নির্দিষ্ট রোগ দুটির জন্য ওষুধও উপলব্ধ। অর্থাৎ সেই ওষুধ কিনতে না পারা ও সচেতনতার অভাবও রোগী মৃত্যু বাড়ছে।

আরও পড়ুনঃ https://thelocaljournalist.com/%e0%a6%86%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a6%93-%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%82%e0%a6%b