“আমার ও অভিষেকের জীবন চলে যেতে পারে”, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

ভোটমুখী বাংলায় অব্যাহত শাসক বিরোধী তরজা। শনিবার শুভেন্দু অধিকারী এক ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আগামী সপ্তাহের শুরুতেই এমন একটা বোমা পড়বে। এ প্রসঙ্গে রবিবার বালুরঘাটের কুমারগঞ্জের এক জনসভায় প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন ‘আমার ও অভিষেকের জীবন পর্যন্ত নিতে পারে। এই যে বোমা ফাটানোর কথা বলছে না, আমিও টার্গেট অভিষেকও টার্গেট, এরা আমাদের জীবন পর্যন্ত নিয়ে নিতে পারে, এত ডেঞ্জারাস এরা’। এরপরই তিনি বলেন, ‘নিজেদের নিরাপত্তা নিয়ে আমরা কখনও ভাবিনা, আমরা মানুষের নিরাপত্তা নিয়ে ভাবি।’

তিনি শুভেন্দু আধিকারীর নাম না করে বলেন, ‘টাকা বাঁচাতে তৃণমূলের সব খেয়েদেয়ে এখন বিজেপিতে গিয়েছিস। কার বিরুদ্ধে বোমা ফাটাবি। সাজিয়ে গুছিয়ে বোমা। মনে রাখবে, উপরের দিকে থুতু ফেললে নিজের গায়ে সেটা পড়বে।

রবিবার কুমারগঞ্জের সভায় এনআরসি প্রসঙ্গেও বিজেপিকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বলছে,এনআরসি করার আমি কে? আমি না কি কোন হরিদাস পাল? আমি হরিদাস পাল নই, তুমি নয় গুরুদাস পাল। এনআরসি করার অধিকার আমার রাজ্য সরকারের আছে। আমি যদি করতে না দিই, কারও ক্ষমতা নেই করার। আমি করতে দেব না।’

অসমে এনআরসি প্রসঙ্গ টেনে মমতা বলেন, ‘করেছিলে তো, আসামে করোনি? মনে নেই আপনাদের? ১৯ লক্ষ লোকের নাম বাদ দিয়ে দিয়েছিল। আন্দোলন করেছিল একমাত্র দল আমরা। কংগ্রেসও নয়, সিপিএমও নয়, অন্য কেউ নয়’।

আরও পড়ুনঃ https://thelocaljournalist.com/%e0%a6%a4%e0%a7%83%e0%a6%a3%e0%a6%ae%e0%a7%82%e0%a6%b2-